এই পৃথিবী এক রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের সদর দপ্তর বাংলাদেশ

By Desk Report • 30 May 2020, 00:00 • 34 views

ঢাকাসহ সারা দেশে পুরোদমে গণপরিবহন চালুর অপেক্ষা। আগামী রোববার থেকে ট্রেন ও লঞ্চের চলাচল শুরু হচ্ছে। আর সোমবার থেকে সড়ক পরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে। 
 

বিকেলে বানানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিআরটিএ) বৈঠকে সিদ্ধান্ত হয় সোমবার থেকে নগর পরিবহন ও দূরপাল্লার বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। যাত্রীদের অবশ্যই মাস্ক পরে বাসে উঠতে হবে। আর পরিবহনমালিকেরা চালক ও সহকারীদের মাস্ক সরবরাহ করবেন। বাস ছাড়ার আগে জীবাণুমুক্ত করতে হবে। আর এসব বিষয় পর্যবেক্ষণ করবে বিআরটিএ, পুলিশ ও মালিক–শ্রমিক সংগঠন। এ জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে তিনটি কমিটি গঠন করা হবে।

বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হলে পরিবহনমালিকদের লোকসান গুনতে হবে, এমন দাবি করে ভাড়া বৃদ্ধির দাবি তোলেন তাঁরা। তবে বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএর একটি স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি আছে। আগামীকাল শনিবার ওই কমিটি বৈঠকে বসে ভাড়ার বিষয়ে আলোচনা করবে। আর এখানেই বাঁধছে বিপত্তি । যারা সত্যিকার অর্থেই বাংলাদেশে বসবাস করেন তারা জানেন আসলে কি ঘটতে যাচ্ছে । তবে লেখক এখানে তার নিজের কোন মতামত প্রকাশ করবে না । বরং দেশের একটি প্রথম সারীর পত্রিকা - প্রথম আলোতে সংবাদের প্রতিবেদনে করা পাঠকদের মতামতগুলো নারায়ণগঞ্জ ভয়েস পাঠকদের জন্যে হুবুহু তুলে ধরা হলো । প্রিয় পাঠক আমাদের নারায়ণগঞ্জ ভয়েস ফেইসবুক পেইজে আপনিও আপনার মতামত জানিয়ে দিতে পারেন । 

Hasan Imam Khan

এর ফলে যে বাড়তি ভাড়া নেওয়া হবে, তা আর ইহকালে কমবে না। কয়দিন লোক দেখানো ৫০% যাত্রী নেওয়া হবে প্রথম কয়দিন, তারপর আগের মত অবস্তা হবে। ভাড়াও বেশি, যাত্রীও উঠাইবো বেশি। আমরা আমজনতা হুদাই বাসে উঠে কয়দিন চিল্লাচিল্লি কইরা তারপর সব ঠান্ডা।

A. S. M. Fozley Hoque

আদেশ তো মানা হবেই না উল্টো দ্বিগুণ ভাড়া আদায়ের লাইসেন্স পেয়ে যাবে। সাথে যাত্রীসংখ্যা তদারকির নামে অনেকের পকেট ভারী নিশ্চিত।

ইঞ্জিঃ মোঃ মনিরুল ইসলাম

বুঝছি, তারা দুই মাসের ক্ষতি পনের দিনেই আদায় করে ফেলবেন। এভাবে সব অর্থনৈতিক ক্ষতিগুলো পুষিয়ে নেওয়া হবে। আর সাধারন জনগনের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা দিন দিন বাড়তেই থাকবে।

Nurul islam

সীমিত আকারে গাড়ি চলবে ঠিকই ভাড়া নাকি দিতে হবে দিগুণ, অর্ধেকের নামে গাদাগাদি হবে আগের মতই যাত্রীর পকেটে জ্বলবে আগুন।

md hasan

ভাড়া যা আছে তাই সেইম থাকা উচিত। যার পোষায় সেই বাস চালাবে। এমনিতেই বাস সীমিত থাকার অর্ডার। সেইম ভাড়া থাকলে যানবাহনও কম থাকবে। সেটাই দরকার।

MD JAHIDUL ISLAM

ভাড়া বাড়াতে হবে না। কারণ আশা করি বিভিন্ন প্রকার চাদা মুক্ত থাকবে যান চলাচল। আর পথ ঘাটও থাকবে যান জট মুক্ত।

shamim

50% খালি দুরের কথা, যথারীতি কাঁধের উপর কিছু লোক থাকবে । অযথা ভাড়াটাই শুধু 200% হবে।

tushar

বাংলা প্রবাদ আছে না, "শেয়ালের কাছে মুরগী রাখা" ... এটাও তেমনই হতে চলেছে। ঐ যে কোন এক কবি বলেছেন এই পৃথিবী এক রঙ্গমঞ্চ। উনি যেটা যোগ করতে ভুলে গিয়েছিলেন, তা হল সেই রঙ্গমঞ্চের সদর দপ্তর হল বাংলাদেশ।

Share
Facebook WhatsApp Email

More from opinion