চলমান শুদ্ধি অভিযান নিয়ে বিএনপির অভিযোগ, এটা সরকারের ‘আইওয়াশ’। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিযানে আপন–পর কোনো কিছু দেখা হয়নি। অপরাধজগতের সঙ্গে যারা জড়িত, তাদেরই ধরা হচ্ছে। তিনি বলেন, ‘আইওয়াশের ব্যবসাটা বিএনপি ভালো জানে। অপেক্ষা করেন, আইওয়াশ নাকি, দেখা যাবে।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে গণভবনে সদ্য সমাপ্ত আজারবাইজানে ন্যাম সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।