মডেল মাসুদকে নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে তীব্র বিভাজন

By info dask • 03 Oct 2025, 00:00 • 48 views
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে নতুন যোগদান করা শিল্পপতি মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদকে দলীয় চেইন অব কমান্ড ভাঙা এবং 'ওসমান পরিবারের দোসরদের' পৃষ্ঠপোষকতা করার অভিযোগে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তবে টিপুর এই হুংকারকে ঘিরে প্রশ্ন উঠেছে, কারণ তিনি যখন মাসুদের সমালোচনা করছিলেন, তখন তাঁর পাশেই মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য শিপন সরকার শিখন। শিখনের এই উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মডেল মাসুদকে টিপুর হুঁশিয়ারি: 'দল ব্যক্তিগত সম্পত্তি নয়'
গত ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে বন্দর ঢাকাশরী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ঢাকেশ্বরী মন্দিরে দেওয়া বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু মডেল মাসুদের কঠোর সমালোচনা করেন। ২২ সেপ্টেম্বর বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদ।

টিপু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "নারায়ণগঞ্জ বিএনপিতে যারা নতুন এসেছেন, বিশেষ করে কয়েকজন শিল্পপতি, তারা যেন দলের গঠনতন্ত্র ও চেইন অব কমান্ড মেনে কাজ করেন। মাত্র কয়েকদিন আগে যোগদান করেই আপনি দলের ব্যানার ব্যবহার করে পাল্টা কাজ করছেন।"

তিনি অভিযোগ করেন, মাসুদের আশপাশে রয়েছে "ওসমান পরিবারের দোসররা" এবং দল থেকে বহিষ্কৃতরা, যাদের আন্দোলন-সংগ্রামে কোনো ভূমিকা ছিল না।

টিপু আরও বলেন, "বিগত বছরগুলোতে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা কিন্তু কোনোভাবেই ছাড় দেবেন না। আমরা তিল তিল করে এই দলকে দাঁড় করিয়েছি। আপনার শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা যেমন আপনার, তেমনি বিএনপি আমাদের ঘাম ও রক্তের বিনিময়ে গড়ে তোলা সংগঠন। একে ব্যক্তিগত সম্পত্তি মনে করার সাহস দেখাবেন না।"

চেইন অব কমান্ড ভেঙে দলকে বিভক্ত করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঞ্চে টিপুর পাশে ওসমান-ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা শিখন
টিপু যখন মডেল মাসুদকে "ওসমান পরিবারের দোসরদের" পৃষ্ঠপোষকতা না করার জন্য কড়া বার্তা দিচ্ছিলেন, ঠিক সেই মঞ্চে টিপুর ডান পাশেই বসা ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

স্থানীয় সূত্র ও তথাকথিত গুঞ্জন অনুযায়ী, ৫ আগস্ট সরকার পতনের পর মহানগর বিএনপির কতিপয় নেতাদের ৭০ লাখ টাকা দিয়ে ম্যানেজ করে শিখন তার পদে বহাল থেকেছেন। এরপর থেকে মহানগর বিএনপির বেশ কয়েকটি কর্মসূচিতে তাকে দেখা যায়। আওয়ামী লীগের নেতাকে পাশে বসিয়ে মডেল মাসুদের সমালোচনা করায় টিপুর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। টিপুর বাম পাশেই বসা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিতর্কিত শিপন সরকার শিখনের উত্থান ও অভিযোগ
আওয়ামী লীগ নেতা শিপন সরকার শিখন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দশ বছর ধরে বহাল আছেন। অভিযোগ রয়েছে, তিনি খোকন সাহার আশীর্বাদে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য নির্বাচিত হন এবং একসময় দৈনিক ৫০০-১০০০ টাকা দিয়ে সংসার চালালেও বর্তমানে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন।

তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে:

দোকান দখল: উকিলপাড়া এলাকার বিএনপি কর্মী শেখ নাসিরের দুটি দোকান আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জোরপূর্বক দখল করে সেখানে হোসিয়ারি ব্যবসা চালিয়ে আসছিলেন। ৫ আগস্টের পর একজন বিএনপি নেতা সেই দুটি দোকান পুনর্দখল করিয়েছেন বলে জানা গেছে।

দুর্নীতি: তাঁর বিরুদ্ধে চাল, ডাল, গমসহ সরকারি ও দেশি-বিদেশি অনুদান লোপাটের অভিযোগ পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে।

মামলা: তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের একটি মামলারও আসামি।

সাখাওয়াত-শিখন সখ্যতা: রাজনৈতিক মেরুকরণ
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও শিপন সরকার শিখনের সখ্যতা প্রকাশ্যে এসেছে। শিখন বর্তমানে বিএনপির একজন আইনজীবীর ছত্রছায়ায় কোর্টপাড়ায় ঘুরে বেড়াচ্ছেন।

সূত্রমতে, শিখন নিয়মিত সাখাওয়াতের চেম্বারে আসা-যাওয়া করেন এবং সাখাওয়াত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও শিখনের হাতে পূজা উদযাপনের সকল দায়িত্ব তুলে দিতে কাজ করেছিলেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মামলা হলেও সাখাওয়াত প্রাথমিকভাবে শিখনকে রক্ষায় সহায়তা করেছিলেন বলে গুঞ্জন রয়েছে।

অন্যদিকে, ৫ আগস্ট সরকার পতনের পর শিখন সরকারই নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়েছিলেন। ১০, ১১ (চাষাঢ়া অবরোধ), ও ১৩ আগস্ট হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উৎযাপন পরিষদের ব্যানারে হিন্দু সম্প্রদায়কে নিয়ে তিনি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
Share
Facebook WhatsApp Email

More from politics