নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

By info dask • 03 Oct 2025, 00:00 • 59 views

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল হক ডালিমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজার থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ডালিমকে গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ফাইজুল হক ডালিম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম স্বপন।

Words: 97 | Characters: 716

 

Share
Facebook WhatsApp Email

More from politics