যানজট নিরসনে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

By info dask • 03 Oct 2025, 00:00 • 58 views

নারায়ণগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের ওপর ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক) চালকদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ইজিবাইক চালকরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

 

ঘটনার বিবরণ

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ গেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জানান, শহরের চেম্বার অব কমার্স এবং বিকেএমই-এর সহায়তায় তারা এক মাস ধরে ট্রাফিক মনিটরিং সেলে কাজ করছেন। তাদের দায়িত্ব অনুযায়ী, বড় অটোরিকশাগুলোর চাষাঢ়ায় প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু চালকরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের বাধা দেন। এতে চালকরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

 

অন্যদিকে, অটোরিকশাচালক মো. উজ্জ্বল অভিযোগ করেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাষাঢ়া প্রবেশ করলেও শিক্ষার্থীরা তাদের গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে। এর কারণ জানতে চাইলে তারা চালকদের ওপর হামলা ও মারধর করে। এতে তাদের কয়েকজন সহকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

 

প্রশাসনের হস্তক্ষেপ ও সমাধান

 

সংঘর্ষের প্রতিবাদে ইজিবাইক চালকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করলে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আলোচনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উভয় পক্ষই ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে জেলা প্রশাসনের সকল সিদ্ধান্ত মানতে সম্মত হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Words: 231 | Characters: 1580

 

Share
Facebook WhatsApp Email

More from narayanganjcity