নারায়ণগঞ্জে বন্দরে ৫ টি ইটভাটা থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
অদ্য ০৪/১২/২০২৪ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রাহাত উজ জামান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বন্দর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ৫টি ইটভাটা থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
১) মেমার্স মায়ের দোয়া ব্রিকস-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা;
২) মেসার্স আল মদিনা ব্রিকস-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা;
৩) মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকস-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা;
৪) মেসার্স থ্রি স্টার ব্রিকস--৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা;
৫) মেসার্স হাজী অটো ব্রিকস-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইউসূফ প্রধান - সিনিয়র কোরেস্পন্ডেন্ট