জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের বিক্ষোভ মিছিল

By Natunjatra • 15 Dec 2024, 00:00 • 34 views

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর উপর হামলা প্রতিবাদে নারায়নগঞ্জে বিক্ষোভ মিছিল।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার নামে হওয়া মামলার বিষয়ে কথা বলতে ব্রাহ্মণবাড়িয়া বার এসোসিয়েশন‌ অফিসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন সংগঠক আতাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা যান। এই সময়ে পতীত স্বৈরাচার শেখ হাসিনার মামলার বিষয়ে কথা বলতে গেলে কথার একপর্যায়ে বার অ্যাসোসিয়েশনের আওয়ামী পন্থীদের কয়েকজন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। এতে করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক আতাউল্লাহ সহ অন্যান্যরা মারাত্মকভাবে আহত হন । তখন তাদেরকে ফেলে বার এসোসিয়েশনের আওয়ামিপন্থীরা পালিয়ে যায়।

খবরটি তাৎক্ষণিকভাবে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পরলে সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জেও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। সংগঠনের নেতৃবৃন্দের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জে এই সময় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি রবিবার রাত ৯ টার সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ মহানগরের প্রতিনিধি কমিটির সদস্য আহমেদুর রহমান তনু। মিছিলে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখপাত্র আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

সংক্ষিপ্ত বক্তব্যে হিজবুল্লাহ বলেন, সারা বাংলাদেশ থেকে পতিত আওয়ামী লীগকে, ছাত্রলীগ এবং যুবলীগকে বিদায় করার দায়িত্ব সকলকে নিতে হবে। এবং কোনভাবেই এদেশে এ পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে আর কোনো রকমের সুযোগ দেওয়া হবে না। এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, প্রতিটি ও ফ্যাসিবাদের দোসরা আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের ভাইদের উপর হামলা করে আজকে নারায়ণগঞ্জেও আমাদের ভাইয়ের উপর হামলা হয়েছে তারা এই সাহস পায় কারণ আজকে পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে আছি তারা বিভিন্ন কারণে এক হতে পারছি না। সারা বাংলাদেশ থেকে যেভাবে পতিত স্বৈরাচার কে বিদায় করা হয়েছে প্রয়োজনে একইভাবে বুকের রক্ত দিয়ে আবারো পতিত স্বৈরাচারীর পেতাত্মদের বিদায় করা হবে। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে হওয়া হামলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন যারা একবার এদেশ থেকে চলে গেছে তারা আর কোনদিনও এ দেশে ফিরতে পারবে না।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ মহানগরের প্রতিনিধি কমিটির সদস্য শওকত, সাকিব চৌধুরী মিশকাত বন্দর থানা প্রতিনিধি কমিটির সদস্য এ আর হোসাইন হৃদয়, আশিকুর রহমান চৌধুরী

এছাড়া ফতুল্লা ও সিদ্দিকগঞ্জ থানা প্রতিনিধি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share
Facebook WhatsApp Email

More from metropolis