বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বন্দরে ৪৫তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় মদনগঞ্জ বটতলা থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমরসূল দরগাহ শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) শোভাযাত্রায় নেতৃত্বদান এবং মোনাজাত পরিচালনা করেন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)।
উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরজাদা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)।
এসময় উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাজী আসাবুদ্দিন আশু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মাওলানা তামিম বিল্লাহ আল কাদরী, আনোয়ার হোসেন প্রধান, সাংবাদিক কবির হোসেন, সেলিম মিয়া, শরীফ হাসান চিশতি, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, প্রচার সম্পাদক সোহেল খান, ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাহাত হাসান রাব্বি প্রমুখ।