নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর নির্মম হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চন এলাকায় এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাদের গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, হামলার শিকার দুই যুবক হলেন জিসান ও ফয়সাল। জিসানের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কয়েকটি বাইকে আসা একদল দুর্বৃত্ত তাদের পথ আটকে দেয়। জীবন বাঁচাতে ভুক্তভোগীরা দৌড়াতে শুরু করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি ছোড়ে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে।
এই হামলায় জিসানের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফয়সালের মাথায় একাধিক সেলাই লাগে। দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ও একটি আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাকচালকের সহকারী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে দ্রুত রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক দল কাজ করছে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারেও অভিযান চলছে।