দগ্ধ হয়ে মা-বাবার পর এবার মুন্নির মৃত্যু

By info dask • 03 Oct 2025, 00:00 • 47 views

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মুন্নি (১৪) নামের এক কিশোরী মারা গেছে। এর আগে তার মা-বাবাও একই ঘটনায় মারা গিয়েছিলেন।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মুন্নির মৃত্যু হয়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, গতরাত ৯টা ৪৫ মিনিটে মুন্নির মৃত্যু হয়।

 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে মুন্নিসহ তার পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হন। পরে তাদের সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর মুন্নির বাবা মানব চৌধুরী এবং ৮ সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির আরও দুই বোন—তিন্নি ও মৌরি—হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Words: 128 | Characters: 879

 

Share
Facebook WhatsApp Email

More from outsidecity