গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে সেদেশের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠন। এর প্রতিবাদে আজ বিকেল তিনটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানার প্রতিনিধি কমিটির সদস্যগন। সমাবেশে কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ অঞ্চলের সমন্বয়ক আবদুল্লাহ আল আমিন ও আরেফিন মাহমুদ'র পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর অংশের সমন্বয়ক আহমেদুর রহমান তনু।
সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে শেষ হয় শাহবাগ সবাবেশ স্থলে। বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ থেকে যুক্ত প্রতিনিধিরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন ঢাকার রাজপথ ।
এর আগে সবাবেশে যোগ দেওয়ার জন্য আজ সকালে নারায়ণগঞ্জের প্রতিনিধিদের কাছে আহবান জানান নারায়ণগঞ্জ অঞ্চলের সমন্বয়ক আবদুল্লাহ আল আমিন। তিনি এক বার্তায় বলেন - নারায়ণগঞ্জ এর লোকজন আমরা কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ যাবো ইনশাআল্লাহ। আমাদের চার থানার কমিটি ঘোষণা হয়েছে। আশাকরি আমরা সবাই সক্রিয় অংশগ্রহণ করবো এবং নিজের সাথে সহযোদ্ধাদের নিয়ে অংশগ্রহণ করবো। আজকের সমাবেশ আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের ঐক্য রক্ষা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অস্তিত্বের প্রশ্নে সমাবেশ।
নারায়ণগঞ্জ থেকে বিক্ষোব সমাবেশে আরো যোগ দেন- সাকিব চৌধুরী মিশকাত, আল হাসান, আশিকুর রহমান চৌধুরী, যুবায়ের ও জিসাদ ।
নতুনযাত্রা _ এ আর এইচ
আহমেদুর রহমান তনুর নেতৃত্বে শাহবাগে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ
By নতুন যাত্রা • 03 Dec 2024, 00:00 • 52 views
