দুবাইয়ে শামীম ওসমানের ভিডিও ভাইরাল, দেশজুড়ে তোলপাড়

By Narayanganj Info • 17 Sep 2025, 00:00 • 65 views
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সম্প্রতি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তার আমোদ-ফুর্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওটিতে নারায়ণগঞ্জের আলোচিত এই নেতাকে পরিবারের সঙ্গে একটি বিলাসবহুল গাড়িতে ঘুরতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, যখন দেশের কর্মীরা রাস্তায় মার খাচ্ছে, তখন দলের নেতারা বিদেশে গিয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন।

নিহাল হক নামে একজন লিখেছেন, কর্মীদের ঘরে বাজার করার টাকা নেই, তারা মিছিল করে। আর নেতারা বিদেশে বসে হারাম টাকায় জীবন উপভোগ করছেন। তারপরও কর্মীরা অন্ধ ভক্ত হয়ে তাদের জন্য মাঠে নামে।

এর আগেও শামীম ওসমানকে দুবাইয়ের একটি সুপারমলে কেনাকাটা করতে দেখা গিয়েছিল, যার ভিডিও প্রকাশিত হয়েছিল। এসব ভিডিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে যখন দলের নেতাকর্মীরা দেশে চরম বিপদের মুখে পড়েছেন।

বিভিন্ন সূত্রমতে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান। প্রথমে তিনি ভারতে এবং পরে দুবাইয়ে অবস্থান নেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে এবং তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।
Share
Facebook WhatsApp Email

More from politics