নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসফেরত যাত্রীদের গাড়ি আটকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন—আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী এলাকার হিজড়া আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলি, নাতাশা ও মালা।
সংবাদ সম্মেলন ও অভিযোগ
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে এই নামধারী হিজড়ারা সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল বিদেশ থেকে আসা প্রবাসীদের গাড়ি। তারা প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করত এবং সাধারণ মানুষকে হয়রানি করত।
ওসি আরও বলেন, মানবিক দিক বিবেচনা করে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গত ১৫ সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
Words: 182 | Characters: 1227