সরকারি-বেসরকারি অফিসগুলো সীমিত আকারে কাল রোববার খুললেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের স্কুল-কলেজ খুলবে না। আপাতত জুনে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। এ কারণে আগামী মাসে স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও হচ্ছে না। স্থগিত হয়ে থাকা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হবে না।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলে এসব তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও অফিসের কাজকর্ম সীমিত আকারে শুরু হতে চললেও ক্লাস-পরীক্ষা আপাতত বন্ধই থাকবে।
- স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা অনিশ্চিত
- পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষাও শুরু হবে না
- এসএসসির ফল রোববার
দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা নিয়ে বেকায়দায় পড়েছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি-বেসরকারি অফিসগুলো কাল রোববার থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে খুলে দেওয়া হবে। তবে এই সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, তাহলে কি ১৫ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে। এর উত্তর খুঁজতে গিয়ে জানা গেল জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই।
তবে দেশে এখন অনেক সচেতন শীক্ষার্থীরাই অনলাইনে তাদের একাডেমিক পড়াশুনা চালিয়ে যাচ্ছেন । ইউটিউব, ফেইজবুকের পাশাপাশি শুধুমাত্র একাডেমিক পড়াশুনার জন্যে কিছু ওয়েব সাইট কার্যক্রম চালিয়ে যাচ্ছে । যেখানে শুধুমাত্র ভিডিও লেকচার আপলোড করে দিয়েই শেখানো হয় না একই সাথে শীক্ষার্থীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার জন্যে দক্ষ শিক্ষক থাকেন । ভিডিও / টেক্সট / ফাইল আকারে ক্লাশওয়ার্ক , কুইজ ও এসাইনমেন্ট এর মাধ্যমে সম্পুর্ন একাডেমিক বইটি শেখার ব্যবস্থা থাকে সেই সকল অনলাইন প্লাটফর্মে । আছে লাইভ ক্লাশের ব্যবস্থা যেখানে সরাসরি শিক্ষকের সাথে ক্লাশ করা যায় । তেমন একটি প্লাটফর্ম হচ্ছে - https://classroom.pesible.com এখানে সম্পুর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করে নিজেদের দরকারি বিষয়গুলো এনরোল করে নিয়ে শুরু করা যাবে পড়াশুনা ।