কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

By Dr. Fahim Uddin • 30 May 2020, 00:00 • 25 views

কোভিড ১৯ নিয়ে কেউ যেনো ভোগান্তির শিকার না হন তাই এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে  শেয়ার  করুন  হয়তো  কারো উপকারে আসবে।

১) BSMMU: প্রতিদিন সকাল ৮ টায় পরেরদিনের জন্য এপয়েন্টমেন্ট নিতে পারবেন নিচের লিংকে গিয়ে। সাধারন রোগী, চিকিৎসকের জন্য আলাদা সেকশন করা আছে। আলাদা আলাদা টাইম মেনশন করা আছে। নিজের পছন্দমত টাইম সিলেক্ট করতে পারবেন। তবে এক মোবাইল নাম্বার দিয়ে একবার এপয়েন্টমেন্ট নিয়ে যদি অনুপস্থিত থাকেন তবে দ্বিতীয় বার সেই মোবাইল নাম্বার থেকে এপয়েন্টমেন্ট গ্রহণ নাও করা হতে পারে(এমন সতর্কবাণী দেয়া আছে)।

তবে জাস্ট ৮ টায় শুরু না হয়ে আরো পরে শুরু হয় অনেক সময়। এজন্য জাস্ট সকাল ৮ টা থেকে ১০:৩০ পর্যন্ত কন্টিনিউয়াস ট্রাই করে যাবেন। আমি আজকে সকাল ৮ টা থেকে বার বার ট্রাই করে দেখলাম এপয়েন্টমেন্ট কার্যক্রম চালু হয় নি। ভেবেছিলাম শুক্রবার দেখে বন্ধ। ৯:৩০-১০:৩০ এই এক ঘন্টা অন্য কাজে ব্যস্ত ছিলাম। এরপর এক আপুর মাধ্যমে জানতে পারা মাত্রই লিংকে ঢুকে দেখি এপয়েন্টমেন্ট সব অলরেডি বুক্ড হয়ে গেছে! লিংক: https://old.bsmmu.edu.bd/e_ticketing/f/fc_appointment

২) Ibn Sina Medical College Hospital: হসপিটালের একটা হটলাইন আছে: 10615, সকাল ৮ টায় কল দিয়ে পরের দিনের জন্য সিরিয়াল দিতে হয়। কিন্তু আজকে এখানে ৫০+ বার কল দিয়েও রিচ করতে পারি নি। আরেকটা অপশন হল Google Play Store থেকে Ibn Sina Doctor Appointment এপ ডাউনলাউড করে নিন। এরপর নিচের নির্দেশনা ফলো করে সকাল ৮ টায় এপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করুন। 

#Steps: Doctors Appointment>
Ibn Sina Medical College Hospital > Select From Doctor List > COVID-19 Test Booking.

৩) Square Hospital: সপ্তাহে তিন দিন স্যাম্পল কালেকশন করা হয়। রবি, মঙ্গল ও শুক্রবার। আগে থেকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা প্রথম ২০ জনের স্যাম্পল কালেকশন করা হয়।সকাল ৭:৩০ টায় প্রথম ২০ জনকে ডেকে ভেতরে নিয়ে যায়। আজকে ফজরের পরে গিয়েও দেখি লম্বা লাইন! যিনি লাইনের প্রথমে ছিলেন তিনি আগের দিন রাত ১০ টায় এসে লাইনে দাঁড়িয়েছেন!! এক আপু রাত ৩:৩০ টায় এসে লাইন ধরেও টেস্ট করাতে পারেন নি। কারন উনার সিরিয়াল ছিল ২০ জনের পরে!

(সমস্যা হল এগুলো কেউ জানে না। স্কয়ার হসপিটাল থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা/নোটিশ দেয়া নেই। গার্ড দের জিজ্ঞেস করলেও অনেক ক্ষেত্রে ক্লিয়ারলি বলে না। ঠিক ৭:৩০ টায় এসে জানিয়ে দেয় যে মাত্র প্রথম ২০ জনের স্যাম্পল কালেকশন করা হবে! শুধুমাত্র না জানার কারনে অনেক রোগী টেস্ট করার আশায় কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকে। তাই স্কয়ারে টেস্ট করতে চাইলে আপনাকে আগের দিন রাত ৩ টার মধ্যে গিয়ে লাইন ধরতে হবে।)

৪) Lab Aid/Anwar Khan Modern/United Hospital etc: এগুলো তে শুধুমাত্র সাসপেক্টেড ভর্তি রোগীদের টেস্ট করা হয়। কোনো আউটডোর রোগীর টেস্ট করা হয় না।

৫) কিছু প্রতিষ্ঠান আছে যারা বাসায় এসে স্যাম্পল কালেকশন করেন। সেগুলোর নাম এবং নাম্বার দিচ্ছি।
*PRAVA HEALTH: 10648 or, 01886555200 (so far i know, already appointment booked upto 8th june, but you may talk to be confirmed)
* DMFR Molecular Lab (Sobhanbag, Dhanmondi):
10649 or, 01958316377
* CSBF Health Centre: 01730717009
* UHDP: 01993319510
 

বি: দ্র: নিজের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন ভাবে এই ইনফরমেশন গুলো পেয়েছি। তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

May Allah protect all of us.
With Regards,
Dr. Fahim Uddin
Khulna Medical College
Session: 2012-2013

Share
Facebook WhatsApp Email

More from technology