স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

By Desk Report • 08 Nov 2019, 00:00 • 22 views

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, উদ্যোক্তা তৈরি করার সুনির্দিষ্ট কোনো কারিকুলাম নেই। জাতিগতভাবে আমরা ঝুঁকি নিতে অভ্যস্ত। আমাদের কাজ হচ্ছে শুধু নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে এক্সেলারেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ৫ কোটি মধ্যম আয়ের গ্রাহক শ্রেণি আছে। ইন্টারনেট ব্যবহারকারী আছে প্রায় ১০ কোটি। পণ্য ও সেবার বড় বাজার আমাদের রয়েছে।’

জিপি এক্সেলারেটর ষষ্ঠ ব্যাচের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিডস্টারের সহপ্রতিষ্ঠাতা পিয়েরে অ্যালাইন প্রমুখ।
 

Share
Facebook WhatsApp Email

More from technology