দেশের বাজারে à¦à¦¸à§‡à¦›à§‡ জাবরা বà§à¦°à§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° নতà§à¦¨ হেডফোন à¦à¦²à¦¿à¦Ÿ ২৫ই। à¦à¦•াধিক কাজের উপযোগী ঠহেডফোনে à¦à¦•বার চারà§à¦œ দিলে à§§à§® ঘণà§à¦Ÿà¦¾ পরà§à¦¯à¦¨à§à¦¤ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° করা যায়। তারহীন পà§à¦°à¦¯à§à¦•à§à¦¤à¦¿à¦¤à§‡ কল করা ও মিউজিক শোনার সà§à¦Ÿà§‡à¦°à¦¿à¦“ নেকবà§à¦°à§à¦¯à¦¾à¦¨à§à¦¡ হেডফোনটির দেশের বাজারে গà§à¦°à¦¾à¦¹à¦•ের পছনà§à¦¦ হবে বলে মনে করছে দেশি বিপণনকারী পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান টেক রিপাবলিক।
হেডফোনটিতে দীরà§à¦˜à¦•à§à¦·à¦£ বà§à¦¯à¦¾à¦Ÿà¦¾à¦°à¦¿ বà§à¦¯à¦¾à¦•আপের পাশাপাশি সহজে বহনযোগà§à¦¯ হওয়ায় à¦à§à¦°à¦®à¦£à§‡à¦° সময় কাজে লাগে। দারà§à¦£ নকশার হেডফোনটি বাইরের শবà§à¦¦ ও পানিপà§à¦°à¦¤à¦¿à¦°à§‹à¦§à§€à¥¤ à¦à¦¤à§‡ সিরি ও গà§à¦—ল নাওয়ের জনà§à¦¯ সà§à¦¨à¦¿à¦°à§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ বাটন রয়েছে। হেডফোনটির রয়েছে সমà§à¦ªà§‚রà§à¦£ মোবিলিটি সà§à¦¬à¦¿à¦§à¦¾à¥¤ à¦à¦¤à§‡ রয়েছে কারà§à¦¯à¦•র সà§à¦‡à¦šà¦¿à¦‚ সà§à¦¬à¦¿à¦§à¦¾à¥¤ গান শোনা কিংবা কথা বলার সময় বাইরের বাতাসের শো শো শবà§à¦¦à§‡à¦° যনà§à¦¤à§à¦°à¦£à¦¾ থেকে মà§à¦•à§à¦¤à¦¿ দিতে হেডফোনটির মাইকà§à¦°à§‹à¦«à§‹à¦¨à¦Ÿà¦¿ অযাচিত বাতাসপà§à¦°à¦¤à¦¿à¦°à§‹à¦§à§€ (উইনà§à¦¡ পà§à¦°à§‹à¦Ÿà§‡à¦•à§à¦Ÿà§‡à¦¡)।
à¦à¦²à¦¿à¦Ÿ ২৫ই মডেলের হেডফোনটির নেকবà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦Ÿà¦¿ ইচà§à¦›à§‡à¦®à¦¤à§‹ বাà¦à¦•ানো যায়। ফলে, সারা দিন বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à§‡à¦“ অসà§à¦¬à¦¸à§à¦¤à¦¿ হয় না। à¦à¦° à¦à§Ÿà¦¾à¦°à¦—িলস à¦à¦¬à¦‚ সà§à¦ªà¦¿à¦•ার খà§à¦¬à¦‡ মানানসই করে যà§à¦•à§à¦¤ করা বলে সহজে শবà§à¦¦ বাইরে যায় না। হেডফোনটির সঙà§à¦—ে রয়েছে à¦à§Ÿà§‡à¦¸ নিয়নà§à¦¤à§à¦°à¦£ বাটন à¦à¦¬à¦‚ বারà§à¦¤à¦¾ পড়ে শোনানোর সà§à¦¬à¦¿à¦§à¦¾à¥¤ চলতি পথেই পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§€à§Ÿ তথà§à¦¯à¦¸à§‡à¦¬à¦¾ পাওয়া যায়। ঠজনà§à¦¯ পকেট থেকে ফোন বের করার পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨ পড়ে। ফোন পকেটে রেখেই কল গà§à¦°à¦¹à¦£ à¦à¦®à¦¨à¦•ি রিং টোনও বদলে ফেলা যায়।
হেডফোনটি বিষয়ে জাবরার বাংলাদেশি পরিবেশক à¦à¦‡à¦š à¦à¦® ফয়েজ মোরà§à¦¶à§‡à¦¦ বলেন, জাবরা à¦à¦²à¦¿à¦Ÿ ২৫ই হেডফোনটির রয়েছ মালà§à¦Ÿà¦¿à¦Ÿà¦¾à¦¸à§à¦•িং সà§à¦¬à¦¿à¦§à¦¾à¥¤ চলতি পথে, বà§à¦¯à¦¸à§à¦¤ থাকলেও হাইকোয়ালিটি কনà¦à¦¾à¦°à¦¸à§‡à¦¶à¦¨ à¦à¦¬à¦‚ মিউজিক শà§à¦¨à¦¤à§‡ কারà§à¦¯à¦•র à¦à¦Ÿà¦¿à¥¤ বাতাস ও পানিপà§à¦°à¦¤à¦¿à¦°à§‹à¦§à§€, আইপি ৫৪ রেটিংয়ের হেডফোনটি বà§à¦²à§-টà§à¦¥à§‡à¦° মাধà§à¦¯à¦®à§‡ সংযà§à¦•à§à¦¤ করা যায় আটটি ডিà¦à¦¾à¦‡à¦¸ à¦à¦¬à¦‚ মালà§à¦Ÿà¦¿ ইউজের মাধà§à¦¯à¦®à§‡ à¦à¦•ই সময়ে দà§à¦Ÿà¦¿ ডিà¦à¦¾à¦‡à¦¸à§‡ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° করা যায়।
জাবরার দকà§à¦·à¦¿à¦£ à¦à¦¶à¦¿à§Ÿà¦¾ অঞà§à¦šà¦²à§‡à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾à¦ªà¦¨à¦¾ পরিচালক পিটার জয় সেলান বলেন, হেডফোন বাজারে ইতিমধà§à¦¯à§‡ বà§à¦¯à¦¾à¦ªà¦• পরিচিত জাবরা। বাংলাদেশের বাজারেও পà§à¦°à¦¿à¦®à¦¿à§Ÿà¦¾à¦® হেডফোন বà§à¦°à§à¦¯à¦¾à¦¨à§à¦¡ হিসেবে জাবরা জায়গা দখল করে নিয়েছে।
জাবরা à¦à¦²à¦¿à¦Ÿ ২৫ইর দাম ৪ হাজার ৯০০ টাকা।
উলà§à¦²à§‡à¦–à§à¦¯, হেডফোন তৈরিতে বিশà§à¦¬à§‡à¦° অনà§à¦¯à¦¤à¦® শীরà§à¦· পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান জাবরা। জিà¦à¦¨ গà§à¦°à§à¦ªà§‡à¦° অংশীদার হিসেবে তারহীন পà§à¦°à¦¯à§à¦•à§à¦¤à¦¿à¦° হেডফোন à¦à¦¬à¦‚ à¦à§Ÿà¦¾à¦° বাডের মতো নতà§à¦¨ পà§à¦°à¦¯à§à¦•à§à¦¤à¦¿ নিয়ে বরà§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ কাজ করছে পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানটি। ১৮৬৯ সালে গঠিত জিà¦à¦¨ গà§à¦°à§à¦ª বরà§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ বিশà§à¦¬à§‡à¦° ১০০টি দেশে তাদের উদà§à¦à¦¾à¦¬à¦¿à¦¤ পণà§à¦¯ পরিবেশন করছে। পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানটিতে করà§à¦®à§€à¦° সংখà§à¦¯à¦¾ সাড়ে পাà¦à¦š হাজারের বেশি।