নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন পুরুষের মৃত্যু হয়েছে এনিয়ে মৃত্যু সংখ্যা দাড়ালো ৭২। সেই সাথে নতুন করে আরও ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্ত সংখ্যা এখন ২১০৪।রোববার (২৪ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
তাদের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টার (২৩ মে সকাল ৮:৩০ হতে ২৪ মে সকাল ৮:৩০ পর্যন্ত)-
এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছে ১৩৩জন, মোট আক্রান্ত ২১০৪জন। মোট মৃত্যু ৭২ জনের। নতুন করে ২৫ জন সুস্থ, মোট সুস্থ ৬৮৯জন।
আজকের রোববার (২৪ মে) নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৬৬, বন্দর উপজেলায় ৫৪, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৯৫৬, রূপগঞ্জ উপজেলায় ১৭২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৭১৮ ও সোনারগাঁও উপজেলায় ১৩৮ জন। পুরো জেলায় ২১০৪ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩০, বন্দর উপজেলায় ১৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৪১৫, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০৩ ও সোনারগাঁও উপজেলায় ২০ জন। পুরো জেলায় ৬৮৯ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – বন্দর উপজেলায় ১, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৪৯, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬, সোনারগাঁও উপজেলায় ৫ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই। পুরো জেলায় ৭২জন।