নারায়ণগঞ্জের প্রথম সিনেপ্লেক্স ‘সিনেস্কোপ’ এ চলচ্চিত্র উৎসব

By • 19 Sep 2019, 00:00 • 13 views

‘বাংলাদেশী চলচ্চিত্র উৎসব’  à¦‰à¦ªà¦²à¦•্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জের প্রথম সিনেপ্লেক্স ‘সিনেস্কোপ’।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে এই উৎসব শুরু হবে  à¦šà¦²à¦¬à§‡ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের আয়োজক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকার এর প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান ডালিম।


মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনের মাধ্যমে সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ৪টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনে  à¦¤à§ˆà¦°à¦¿ হওয়া আধুনিক প্রেক্ষাগৃহ সিনেস্কোপে  à¦šà¦²à¦šà§à¦šà¦¿à¦¤à§à¦° উৎসব উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।


সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৪টি চলচ্চিত্র । চলচ্চিত্রগুলো হলো- সুজন সখী, গোলাপী এখন  à¦Ÿà§à¦°à§‡à¦¨à§‡, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ি, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্নডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প এবং মাটির প্রজার দেশে।

Share
Facebook WhatsApp Email

More from narayanganjcity