ফের পরিবর্তন নারায়ণগঞ্জের বিআরটিসি ম্যানজার

By স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ • 27 Nov 2019, 00:00 • 15 views

গত তিন মাসে তিন জন ম্যানেজারকে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জ বিআরটিসি কার্যালয়ে। গত ২৪ নভেম্বর এই ডিপোতে ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুল কাদের জিলানী। সর্বশেষ তিনি রাজধানীর কমলাপুর বিআরটিসি ডিপো ম্যানেজারের (টেকনিক্যাল) দায়িত্বে ছিলেন।

ম্যানেজার পদে ঘন ঘন এ বদলিকে রহস্য বলে মনে করছেন অনেকে। গত তিন মাসে এ ডিপোতে কয়েকটি সর্ভিস নতুন করে চালু হয়েছে। যা বর্তমানে লাভজনক হয়ে উঠছে। এই লাভজনক সর্ভিস কয়েকবার প্রতিবন্ধকতায় পড়লেও ম্যানেজারদের সহসিকতায় তা সচল রয়েছে।

বর্তমান ম্যানেজার মো. আব্দুল কাদের জিলানী নারায়ণগঞ্জ ডিপোতে এর আগেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮-১৯ সনে ৬ মাস এ ডিপোতে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ডিপোতে শ্রমিক অসন্তোষের জেরে তৎকালীন ম্যানেজার কামরুজ্জামানকে সরিয়ে ম্যানেজার নিযুক্ত করা হয় বিআরটিসির প্রধান কার্যালয়ের কর্মকর্তা দীপন চাকমাকে। কামরুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যোগদান করেন। তিনি আসার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়। তার আগে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বিআরটিসি পরিবহন বন্ধ ছিলো।

অপরদিকে, দীপন চাকমা ম্যানেজার থাকাকালীন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিস চালু হয়। দুই মাসের মাথায় তাকে আরও বড় দায়িত্ব দিয়ে প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘সরকারি চাকরি মানেই বদলি চাকরি। আমি কমলাপুর ডিপোতে মাত্র সাত মাস ছিলাম। কমলাপুর ডিপোর অধীন ১০ রুটে দেড় শতাধিক বিআরটিসি বাস চালু রয়েছে। বদলি বিষয়টা সরকারি চাকুরেদের জন্য অত্যন্ত স্বাভাবিক ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যেখানে যোগ্য মনে করেন তাকে সেখানে বদলি করেন। বদলিতে কাজের গতি কোনভাবেই কমে না। বরং নতুন জায়গায় আরও নতুন উদ্যমে কাজ করার স্পৃহা জাগে।’

Share
Facebook WhatsApp Email

More from narayanganjcity