উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” না.গঞ্জের প্রশিক্ষণ

By • 19 Sep 2019, 00:00 • 14 views

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) কার্যালয়ে নারায়ণগঞ্জ এর প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জসিমউদ্দীন।


বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নিউ চাষাড়া জামতলায় নারায়ণগঞ্জের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন কেক কেটে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, নারায়ণগঞ্জ এর প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, বাংলাদেশ কৃষি ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ডিজিএম লিয়াকত হোসাইন, মহিলা উদ্যোক্তা সাবিরা রহমান নিলা, প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণ সহ প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।  à¦¸à¦¾à¦°à§à¦¬à¦¿à¦• পরিচালনা করেন ইসরাত জাহান, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি), নারায়ণগঞ্জ। 


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০২১ সালের মধ্যে, সারাদেশে ২৪,০০০ উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে ৬৪টি জেলায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। 


আগামী ২২ সেপ্টেম্বর রবিবার থেকে প্রশিক্ষণ শুরু হবে। বাছাইকৃত ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

Share
Facebook WhatsApp Email

More from narayanganjcity