‘গ্যাং স্টার’ গ্রুপের পাঁচ সদস্যের ২ দিনের রিমান্ড

By Desk Report • 08 Nov 2019, 00:00 • 22 views

ফতুল্লায় র‌্যাব-১১ এর হাতে গ্রেপ্তাতারকৃত ‘গ্যাং স্টার’ গ্রুপের পাঁচ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. কামরুল হাসান (৩৭), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৮), মো. জীবন মিয়া (২৭), শ্রী লিটন চন্দ্র দাস (৩৫)।


রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন, ফতুল্লায় ‘গ্যাং স্টার’ গ্রুপের পাঁচ সদস্যকে সকালে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ নভেম্বর ) বিকেলে র‌্যাব-১১ ফতুল্লার উত্তর মাসদাইর বটতলা গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি ও ৫টি রামদা সহ র‌্যাব-১১ এই ৫ জনকে হাতেনাতে আটক করে।

Share
Facebook WhatsApp Email