সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

By Hridoy • 29 Oct 2019, 00:00 • 76 views

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিশ্বাস, নিষেধাজ্ঞা শেষে আরও শক্ত হয়েই ফিরবেন সাকিব।

বাংলাদেশের ক্রিকেটে ঝড় যেন থামছেই না। ক্রিকেটারদের ধর্মঘটের ঝামেলা মিটতে না মিটতেই এবার আরও বড় ধাক্কা বাংলাদেশের ক্রিকেটে। জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের (এক বছর স্থগিত) জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন, সাকিবের নিজের জন্যও এটি বিশাল এক ধাক্কা। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলছেন, সব খারাপ সময় কাটিয়ে আরও শক্ত হয়েই ফিরবেন সাকিব। 

Share
Facebook WhatsApp Email

More from sports