রূপগঞ্জে শিবিরের ভর্তি সহায়তা কেন্দ্রে ছাত্রদলের হামলা

By info dask • 03 Oct 2025, 00:00 • 53 views

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের ভর্তি সহায়তা কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। এসময় শিবিরের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয় এবং তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিবির কর্মী সাইদুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

হামলা ও ক্ষয়ক্ষতির বিবরণ

 

জানা গেছে, হামলায় আবরারুল হক, সাইদুল ইসলাম শান্ত, বিল্লাল মিয়া এবং সিফাতসহ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগকারী সাইদুল হাসান বলেন, হামলার সময় ছাত্রদলের কর্মীরা তাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও জোর করে মুছে ফেলতে বাধ্য করে।

 

সাইদুল জানান, তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তারা শিবিরের পক্ষ থেকে দুটি হেল্পডেস্ক স্থাপন করেছিলেন। রোববার বেলা ১১টার দিকে তারা শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার সময় ছাত্রদলের ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

 

উভয় পক্ষের বক্তব্য

 

নারায়ণগঞ্জ জেলা শিবিরের প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ কার্যক্রমে বাধা দিয়েছে।

 

অন্যদিকে, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন ইসলাম প্রিন্স দাবি করেন, কিছু বহিরাগত ছাত্রশিবিরের নাম ব্যবহার করে হেল্পডেস্ক বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে সদস্য হওয়ার ফরম দিচ্ছিল। শিক্ষার্থীরা এতে প্রতিবাদ করলে তাদের সঙ্গে বহিরাগতদের তর্ক হয়। তিনি আরও বলেন, যারা হেল্পডেস্ক বসিয়েছিল, তাদের কেউই কলেজের শিক্ষার্থী নয়।

 

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, সব দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে। তবে বহিরাগতদের দ্বারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।

 

পুলিশের ভূমিকা

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তারা এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Words: 254 | Characters: 1775

 

Share
Facebook WhatsApp Email