ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

By info dask • 03 Oct 2025, 00:00 • 51 views

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান। হাবিবুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে।

 

ঘটনাস্থল ও প্রাথমিক তদন্ত

 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিহতরা পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে এই ঘটনা ঘটেছে।

 

নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। অন্যদিকে, শিপলুকে অন্য একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

আত্মহত্যার কারণ

 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে গ্রাহকরা মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করে। এ ঘটনার পর থেকে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

 

পুলিশের ধারণা, এই হতাশা থেকেই তিনি স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Words: 198 | Characters: 1315

 

Share
Facebook WhatsApp Email

More from narayanganjcity