সৌজনà§à¦¯à§‡ সà§à¦¬à¦¾à¦¤à¦¾à¦¸ বহে। পরিবেশে মিষà§à¦Ÿà¦¿ সà§à¦¬à¦¾à¦¸ ছড়ায়। à¦à¦•টৠসà§à¦¬à§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° সৌহারà§à¦¦à§à¦¯ গড়ে তোলে। সে রকম আতিথেয়তায় যাতনা থাকলেও সà§à¦–।
à¦à¦•বার à¦à¦• লোক শহর থেকে গà§à¦°à¦¾à¦®à§‡ যাচà§à¦›à§‡à¦¨à¥¤ à¦à¦°à¦¦à§à¦ªà§à¦°à§‡ পà§à¦°à¦•ৃতি ডাক দিল। বড় ডাক! রাতবিরেত হলে না হয় খেতের আল বা ডোবার ধারে বসা যেত। ফকফকা আলোতে যাবেন কোথায়?
ছà§à¦Ÿà§‡ গেলেন à¦à¦• গেরসà§à¦¤ বাড়িতে। কিনà§à¦¤à§ সে বাড়িতে পà§à¦°à¦šà¦²à¦¿à¦¤ ছোট ঘরটি নেই। বাড়ির পেছনে জঙà§à¦—à§à¦²à§‡ জায়গা, যা সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿà¦à¦¾à¦¬à§‡ ‘আড়া’ নামে পরিচিত, সেখানেই কাজ সারে সবাই। গেরসà§à¦¤ সবিনয়ে জানালেন তাà¦à¦° সীমাবদà§à¦§à¦¤à¦¾à¦° কথা। শহà§à¦°à§‡ à¦à¦¦à§à¦°à¦²à§‹à¦•ের à¦à¦–ন-তখন অবসà§à¦¥à¦¾à¥¤ তিনি ওই বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾à§Ÿà¦‡ রাজি।
কিনà§à¦¤à§ গেরসà§à¦¤à§‡à¦° পানি খরচার ঘটিখানা মাটির। শহà§à¦°à§‡ অতিথিকে সেটা দেবেন কী করে? তাই গিনà§à¦¨à¦¿à¦•ে হেà¦à¦•ে বললেন, ‘কাঠের বাকসো থন পিতলের ঘটিটা বাইর করো।’
কিনà§à¦¤à§ পিতলের ঘটিতে à¦à¦•টৠময়লা লেগে আছে। গিনà§à¦¨à¦¿ কà§à§Ÿà¦¾à¦° ধারে বসে ছাই দিয়ে মাজতে লাগলেন ওটা।
তা অতিথির অবসà§à¦¥à¦¾ যাই হোক, গেরসà§à¦¤à§‡à¦° সৌজনà§à¦¯à§‡ যে নিখাদ আনà§à¦¤à¦°à¦¿à¦•তা, তা অতà§à¦²à¦¨à§€à§Ÿ! à¦à¦•জন অচেনা সাহাযà§à¦¯à¦ªà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€à¦•ে খà§à¦¶à¦¿ করাই ছিল তাà¦à¦° মূল লকà§à¦·à§à¦¯à¥¤ à¦à¦° পেছনে আর কী আছে, গà¦à§€à¦°à¦à¦¾à¦¬à§‡ তা à¦à§‡à¦¬à§‡ দেখেননি।
à¦à¦¿à¦¨à§à¦¨ সংসà§à¦•ৃতির পà§à¦°à¦à¦¾à¦¬ আর আধà§à¦¨à¦¿à¦•তার ধারায় মানব সমাজে পà§à¦°à¦šà¦²à¦¿à¦¤ রীতিগà§à¦²à§‹ সময়ের সঙà§à¦—ে তাল মিলিয়ে বদলে যায়। à¦à¦° সঙà§à¦—ে সৌজনà§à¦¯à§‡à¦°à¦“ রকমফের হয়। বদলে যায় মানà§à¦·à§‡à¦° আচরণ।
à¦à¦• কচà§à¦¤à§‡à¦‡ কত কাহিনি! কেউ কিছà§à¦¤à§‡ ফেল মারলে টিটকিরি ছোড়া হয়, ‘à¦à¦–ন বসে বসে কচৠখাও!’ কিংবা ‘কচà§à¦—াছের সঙà§à¦—ে ফাà¦à¦¸ দাও!’ আবার কাউকে কলা দেখাতে বলা হয়, ‘তà§à¦®à¦¿ আমার কচৠকরবে!’
à¦à¦•সময় কচà§à¦•ে বেহà§à¦¦à¦¾ কিসিমের উদà§à¦à¦¿à¦¦ à¦à¦¾à¦¬à¦¾ হতো। ঠজনà§à¦¯à¦‡ à¦à¦¤ তà§à¦šà§à¦›à¦œà§à¦žà¦¾à¦¨à¥¤ পরে যখন দেখা গেল, পà§à¦·à§à¦Ÿà¦¿à¦° বিরাট আধার কচà§, আয়রনের ডিপো, তখন à¦à¦‡ কচà§à¦•ে আর পায় কে? à¦à¦• লাফে উঠে গেছে ধনী-গরিব সবার মাথায়। ঢাকার সবজির বাজারে কচà§à¦° দাম যাচাই করলেই à¦à¦° পà§à¦°à¦®à¦¾à¦£ মিলবে।
à¦à¦•সময় বà§à§œà§‹ আঙà§à¦² পà§à¦°à¦¦à¦°à§à¦¶à¦¨ ছিল চরম অবজà§à¦žà¦¾à¦° বিষয়। তরà§à¦•ের সময় কেউ তেড়িবেড়ি করলে অপরজন বà§à§œà§‹ আঙà§à¦² উà¦à¦šà¦¿à§Ÿà§‡ বলত, ‘তà§à¦‡ আমার à¦à¦‡à¦Ÿà¦¾ করবি!’ à¦à¦Ÿà¦¾ অবশà§à¦¯ à¦à¦–নো দেখা যায়।
à¦à¦•টা সময় ছিল, যখন শহর বা গà§à¦°à¦¾à¦®à§‡ মà§à¦°à¦¬à§à¦¬à¦¿ শà§à¦°à§‡à¦£à¦¿à¦° কাউকে বà§à§œà§‹ আঙà§à¦² দেখালে আর রকà§à¦·à§‡ ছিল না। ‘ননà§à¦¦à¦¦à§à¦²à¦¾à¦²’ কেউ পরীকà§à¦·à¦¾à§Ÿ ফেল মেরে মাথা নিচৠকরে বাবার সামনে à¦à¦²à§‡ তিনি তরà§à¦œà¦¨à§€ তà§à¦²à§‡ বলতেন, ‘যাও, à¦à¦–ন বসে বসে বà§à§œà§‹ আঙà§à¦² চà§à¦·à§‹ গে!’
à¦à¦–ন সে বà§à§œà§‹ আঙà§à¦²à§‡ চড়ে বসেছে পশà§à¦šà¦¿à¦®à¦¾ রীতি। বà§à§œà§‹ আঙà§à¦² তà§à¦²à§‡ ধরা মানে ওকে, ঠিক আছে। ফেসবà§à¦•ে লাইক দিতে ওই বৃদà§à¦§à¦¾à¦™à§à¦—à§à¦²à§‡à¦‡ কà§à¦²à¦¿à¦• করতে হয়। ইউটিউবে দেখা যায়, সà§à¦Ÿà§à¦°à¦¿à¦Ÿ ফà§à¦¡à§‡à¦° গà§à¦·à§à¦Ÿà¦¿ উদà§à¦§à¦¾à¦° করা à¦à¦¿à¦¨ দেশি ফà§à¦¡ রà§à¦¯à¦¾à¦žà§à¦œà¦¾à¦° পà§à¦°à¦¾à¦¨ ঢাকার রেসà§à¦¤à§‹à¦°à¦¾à¦à§Ÿ à¦à¦¤à¦¿à¦¹à§à¦¯à§‡à¦° সà§à¦¬à¦¾à¦¦ নিয়ে বà§à§œà§‹ আঙà§à¦² নাচাচà§à¦›à§‡à¦¨ আর বলছেন, ‘বালো, খà§à¦¬ বালো!’
‘বà§à§œà§‹’ আঙà§à¦²à§‡à¦° সেই আগের চল থাকলে তাà¦à¦° à¦à¦‡ ‘খà§à¦¬ বালো’ ছà§à¦Ÿà§‡ যেত।
অনেকে চাকà§à¦®à¦šà§à¦•à§à¦® করে খেতে পছনà§à¦¦ করে। আবার কারও সà§à§œ-ত সà§à§œ-ত করে চà§à¦®à§à¦• না দিলে চা পানে জà§à¦¤ হয় না। তাদের সঙà§à¦—ে জাপানে নà§à¦¡à¦²à¦¸ খাওয়ার রীতি বেশ মানিয়ে যায়। জাপানিরা à¦à¦®à¦¨à¦¿à¦¤à§‡ খà§à¦¬ বিনয়ী ও à¦à¦¦à§à¦°à¥¤ অতিথিকে মাথা নà§à¦‡à§Ÿà§‡ সমà§à¦®à¦¾à¦¨ জানায়। কিনà§à¦¤à§ নà§à¦¡à¦²à¦¸ দিলে à¦à¦®à¦¨ শবà§à¦¦ করে খাবে, মনে হবে যে অà¦à¦¦à§à¦°à§‡à¦° à¦à¦•শেষ। à¦à¦‡ শবà§à¦¦ করে খাওয়াটা কিনà§à¦¤à§ à¦à¦¦à§à¦°à¦¤à¦¾à¥¤ পà§à¦°à¦šà¦²à¦¿à¦¤ রীতি। শবà§à¦¦ না হলে বোà¦à¦¾ যাবে না খাবারটা খà§à¦¬ উপাদেয় হয়েছে—অতিথি মজা করে খাচà§à¦›à§‡à¥¤
নাক উà¦à¦šà§ জাতি বলে বদনাম আছে জারà§à¦®à¦¾à¦¨à¦¦à§‡à¦°à¥¤ অনà§à¦¯à¦¦à§‡à¦° তেমন পাতà§à¦¤à¦¾ দেয় না তারা। কিনà§à¦¤à§ টà§à¦°à¦¾à¦«à¦¿à¦• আইন মেনে চলায় তারা à¦à¦• নমà§à¦¬à¦°à¥¤ সেখানে ঘড়ির কাà¦à¦Ÿà¦¾ ধরে নিখà§à¦à¦¤à¦à¦¾à¦¬à§‡ সময় মেনে চলে সব গাড়ি। ১০টার টà§à¦°à§‡à¦¨ মানে ১০টা। গনà§à¦¤à¦¬à§à¦¯à§‡à¦“ পৌà¦à¦›à¦¾à¦¬à§‡ নিরà§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ সময়ে। সবচেয়ে à¦à¦¾à¦²à§‹ টà§à¦°à¦¾à¦«à¦¿à¦• আইন মেনে চলেন পথচারীরা। আর তা মানেন রাসà§à¦¤à¦¾à¦° বাতি দেখে। বাতির সংকেত যদি থেমে দাà¦à§œà¦¾à¦¨à§‹à¦° ইঙà§à¦—িত করে, রাসà§à¦¤à¦¾ ফাà¦à¦•া থাকলেও কোনো পথচারী পার হবেন না। আমাদের à¦à¦–ানে হাতের কাছে পদচারী-সেতৠরেখে শাঠশাঠকরে ছà§à¦Ÿà§‡ চলা যানবাহনের মধà§à¦¯à§‡ পথচারীদের বাউলি কেটে, কাà¦à¦Ÿà¦¾ তারের বেড়া ডিঙিয়ে, রাসà§à¦¤à¦¾ পার হতে দেখলে মà§à¦£à§à¦¡à§ ঘà§à¦°à§‡ যাবে ওদের।
সà§à¦‡à¦œà¦¾à¦°à¦²à§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡ আলপস পরà§à¦¬à¦¤à¦®à¦¾à¦²à¦¾à¦° পাদদেশে গà§à¦°à¦¾à¦®à§€à¦£ সমাজে গড়ে উঠেছে সততার সà§à¦¬à¦¾à¦•à§à¦·à¦° রাখা দারà§à¦£ à¦à¦• রীতি। সেখানে ছোট ছোট দোকানে হরদম পাওয়া যায় টাটকা দà§à¦§, পনির, মধà§, পাউরà§à¦Ÿà¦¿, মাখন ইতà§à¦¯à¦¾à¦¦à¦¿à¥¤ বেশির à¦à¦¾à¦—ই দà§à¦—à§à¦§à¦œà¦¾à¦¤ পণà§à¦¯à¥¤ পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¾ জিনিসের গায়ে দাম লেখা আছে। কà§à¦°à§‡à¦¤à¦¾ নিরà§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ দামে জিনিস কিনে à¦à§à§œà¦¿à¦¤à§‡ টাকা রেখে আসবেন, দেখà¦à¦¾à¦²à§‡à¦° কেউ নেই।
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ খামারিরা à¦à¦¸à¦¬ দোকানের মালিক। দিনের শà§à¦°à§à¦¤à§‡ নিজ নিজ দোকানে টাটকা পণà§à¦¯ রেখে যান তাà¦à¦°à¦¾à¥¤ খামারে ফিরে গবাদিপশà§à¦° পরিচরà§à¦¯à¦¾ করেন, মাঠে নিয়ে যান। বিকেলে দোকানে ফিরে আবার হিসাব বà§à¦à§‡ নেন। পà§à¦°à§‹ বিষয়টিই কà§à¦°à§‡à¦¤à¦¾à¦° সততার ওপর নিরà§à¦à¦°à¦¶à§€à¦², যা অনেক দিন ধরে অটà§à¦Ÿà¥¤
কà§à¦·à§à¦Ÿà¦¿à§Ÿà¦¾à¦° কà§à¦®à¦¾à¦°à¦–ালী রেলসà§à¦Ÿà§‡à¦¶à¦¨à§‡ à¦à¦• হকারের à¦à¦®à¦¨ à¦à¦•টি দোকান রয়েছে বলে খবর পড়েছিলাম। হামিদà§à¦° নামের à¦à¦• হকার তাà¦à¦° à¦à¦‡ দোকানে লà§à¦™à§à¦—ি, গামছা, তোয়ালে, রà§à¦®à¦¾à¦²Ñà¦à¦¸à¦¬ বিকà§à¦°à¦¿ করেন। সকালে দোকান খà§à¦²à§‡ তিনি বেরিয়ে যান নিজ পেশায়। সেখানে à¦à¦•টা বাকà§à¦¸ রাখা আছে। কà§à¦°à§‡à¦¤à¦¾ গিয়ে টà§à¦¯à¦¾à¦—ে লেখা দাম দেখে পণà§à¦¯ কিনে টাকাটা ওই বাকà§à¦¸à§‡ ফেলেন।
রাজধানীর à¦à¦•টি সà§à¦•à§à¦²à§‡à¦“ শিকà§à¦·à¦¾à¦°à§à¦¥à§€à¦¦à§‡à¦° বই, খাতা, কলমের জনà§à¦¯ খোলা হয়েছে à¦à¦®à¦¨ à¦à¦•টি ‘অনেসà§à¦Ÿà¦¿ শপ’। যেখানে বিকà§à¦°à§‡à¦¤à¦¾ নেই আছে শà§à¦§à§ কà§à¦¯à¦¾à¦¶ বাকà§à¦¸à¥¤ দেশের আরও কয়েকটি জায়গায় রয়েছে à¦à¦®à¦¨à¦‡ সততার দোকান। à¦à¦‡ রীতি সারা দেশে বà§à¦¯à¦¾à¦ªà¦•à¦à¦¾à¦¬à§‡ ছড়িয়ে পড়লে মনà§à¦¦ হয় না। মানà§à¦· যখন নিজের কাছে দায়বদà§à¦§à¦¤à¦¾ অনà§à¦à¦¬ করে, সততা à¦à¦®à¦¨à¦¿ চলে আসে। তবে ঢাকার জিঞà§à¦œà¦¿à¦°à¦¾, কমলাপà§à¦°, গাবতলী, সায়েদাবাদ, সদরঘাট বা চানখাà¦à¦° পà§à¦²à§‡à¦° মতো জায়গায় à¦à¦à¦¾à¦¬à§‡ দোকান খà§à¦²à§‡ উদোম রাখলে কী হবে, তা বলা যাবে না।
বিশà§à¦¬à§‡ আদব-কায়দায় বà§à¦°à¦¿à¦Ÿà¦¿à¦¶à¦¦à§‡à¦° সà§à¦¨à¦¾à¦® রয়েছে। উঠতে-বসতে সৌজনà§à¦¯à¥¤ কথায় কথায় ‘সà§à¦¯à¦¾à¦°’ আর ‘সরি’। রাসà§à¦¤à¦¾à§Ÿ কখনো তারা থà§à¦¤à§ ফেলবে না। সবার সামনে আঙà§à¦² দিয়ে নাক খোà¦à¦šà¦¾à¦¬à§‡ না। আর অচেনা কারও দিকে বিবà§à¦°à¦¤ করার দৃষà§à¦Ÿà¦¿à¦¤à§‡ তো তাকাবেই না। কারও বিরকà§à¦¤à¦¿à¦° কারণ হয়ে কিছৠকরবে না। তবে তারা অতিথিসেবায় মাপজোখ করেই চলে। হà§à¦¯à¦¾à¦, আদর-আপà§à¦¯à¦¾à§Ÿà¦¨ করবে ঠিকই, কিনà§à¦¤à§ আতিশযà§à¦¯ বলে কিছৠনেই।
আদব আর অতিথিসেবায় আমেরিকার দকà§à¦·à¦¿à¦£à¦¾à¦žà§à¦šà¦²à§€à§Ÿ অঙà§à¦—রাজà§à¦¯à§‡à¦° লোকজনের বেশ সà§à¦¨à¦¾à¦® রয়েছে। à¦à¦¿à¦¨à¦¦à§‡à¦¶à¦¿ অতিথিকে তারা খà§à¦¬ খাতির করে থাকে। মিসিসিপি, আলাবামা, জরà§à¦œà¦¿à§Ÿà¦¾, সাউথ কà§à¦¯à¦¾à¦°à§‹à¦²à¦¾à¦‡à¦¨à¦¾ বা অনà§à¦¯ কোনো দকà§à¦·à¦¿à¦£à¦¾à¦žà§à¦šà¦²à§€à§Ÿ অঙà§à¦—রাজà§à¦¯à§‡à¦° মানà§à¦·à¦“ কথায় কথায় ‘সà§à¦¯à¦¾à¦°’ ও ‘মà§à¦¯à¦¾à¦¡à¦¾à¦®’ বলতে অজà§à¦žà¦¾à¦¨à¥¤ à¦à¦° সঙà§à¦—ে ‘পà§à¦²à¦¿à¦œ’ আর ‘থà§à¦¯à¦¾à¦‚ক ইউ’ তো আছেই। বনà§à¦§à§ বা আগনà§à¦¤à§à¦•কে উষà§à¦£ করমরà§à¦¦à¦¨ আর আনà§à¦¤à¦°à¦¿à¦• হাসিতে অà¦à§à¦¯à¦°à§à¦¥à¦¨à¦¾ জানায় তারা। পরোপকারে থাকে à¦à¦• পায়ে খাড়া। কিছৠদেওয়ার বিনিময়ে কিছৠপেতে হবে, ঠধারণায় বিশà§à¦¬à¦¾à¦¸à§€ নয়। সামানà§à¦¯ মাংসের চপ দিয়ে অতিথিকে তà§à¦·à§à¦Ÿ করার কথা à¦à¦¾à¦¬à¦¤à§‡à¦‡ পারে না তারা। কয়েক পদের খাবারে আনà§à¦·à§à¦ ানিক à¦à§‹à¦œ দিয়ে তবেই তৃপà§à¦¤à¦¿à¥¤ আর কোনো কারণে যদি মনে হয় যে অতিথি খà§à¦¶à¦¿ হয়নি, তবে আফসোসের শেষ নেই।
অতিথিপরায়ণ বলে তà§à¦°à§à¦•িদেরও সà§à¦¨à¦¾à¦® রয়েছে। অচেনা লোকজন সাহাযà§à¦¯à¦ªà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ হলে নানাà¦à¦¾à¦¬à§‡ সহযোগিতা করে থাকে। পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§‡ নিজের বাড়িতে আশà§à¦°à§Ÿ দিতেও কসà§à¦° করে না। অতিথিকে পরিবেশন করে à¦à¦¤à§à¦¤ à¦à¦¤à§à¦¤ খাবার। à¦à¦° মধà§à¦¯à§‡ কাবাবই থাকে কয়েক পদের।
আমাদের à¦à¦‡ উপমহাদেশে আফগানদের সà§à¦¨à¦¾à¦® রয়েছে আপà§à¦¯à¦¾à§Ÿà¦¨à§‡à¥¤ সৈয়দ মà§à¦œà¦¤à¦¬à¦¾ আলী তাà¦à¦° বিখà§à¦¯à¦¾à¦¤ ‘পà§à¦°à¦¬à¦¾à¦¸ বনà§à¦§à§’ গলà§à¦ªà§‡ রেখে গেছেন à¦à¦° নজির। শà§à¦°à§€à¦²à¦™à§à¦•া ঘà§à¦°à§‡ à¦à¦¸à§‡ অনেকেই বলেছেন ওদের বিনয় আর আতিথেয়তার কথা। à¦à¦¾à¦°à¦¤à§‡ à¦à¦¿à¦¨à§à¦¨ à¦à¦¿à¦¨à§à¦¨ সংসà§à¦•ৃতির সংমিশà§à¦°à¦£à¥¤ কাজেই সেখানে à¦à¦•েক রাজà§à¦¯à§‡à¦° রীতি ও সৌজনà§à¦¯ à¦à¦•েক রকম। তবে পাশà§à¦šà¦¾à¦¤à§à¦¯ কমবেশি সব জায়গায়ই জেà¦à¦•ে বসেছে। নেপালি আর à¦à§à¦Ÿà¦¾à¦¨à¦¿à¦°à¦¾ কেমন, বছরজà§à§œà§‡ পরà§à¦¯à¦Ÿà¦•ের ঢলই তা বলে দেয়।
আমাদের অতিথিপরায়ণতার কথা আর কী বলব? নিজেদের কথা কি আর গালà¦à¦°à§‡ বলা যায়? মমতা দিদি সাকà§à¦·à§€à¥¤ সেই যে তিনি নিমনà§à¦¤à§à¦°à¦£à§‡ à¦à¦²à§‡à¦¨, ইলিশের ডিম আর পাবদার à¦à§‹à¦²à¦¸à¦¹ কত পদই না ছিল? অসà§à¦¬à§€à¦•ার করতে পারবেন?
তবে হà§à¦¯à¦¾à¦, বাইরে থেকে অতিথি à¦à¦²à§‡ বà§à§œà¦¿à¦—ঙà§à¦—ায় কখনো নৌবিহারে নেওয়া যাবে না। দূষণের কà§à¦¯à¦¾à¦¨à¦¸à¦¾à¦°à§‡ আকà§à¦°à¦¾à¦¨à§à¦¤ বà§à§œà¦¿ মায়ের অà¦à¦¿à¦¶à¦¾à¦ªà§‡ অনরà§à¦—ল বমন হতে পারে। আর অতিথিকে ঢাকা সিটির লোকাল বাসে à¦à§à¦²à§‡à¦“ তোলা যাবে না। à¦à¦–ানে যাতà§à¦°à§€à¦¦à§‡à¦° সাদরে তà§à¦²à§‡ নিয়ে ঘাড় ধাকà§à¦•া দিয়ে নামানোর যে বিচিতà§à¦° সৌজনà§à¦¯, তা দেখে à¦à¦¿à¦¨ দেশি কোনো অতিথির à¦à¦¿à¦°à¦®à¦¿ লেগে যাবে।
যখন জমিদারি পà§à¦°à¦¥à¦¾ ছিল, তখন নায়েব বা কোতোয়ালকে পà§à¦•à§à¦°à§‡à¦° বড় রà§à¦‡à¦Ÿà¦¾, বাগানের সবচেয়ে সà§à¦¸à§à¦¬à¦¾à¦¦à§ ফলটা, পালা রাতা মোরগটা না দিলে উপায় ছিল না। à¦à¦–নো কোনো দপà§à¦¤à¦°à§‡ দকà§à¦·à¦¿à¦£à¦¾ ছাড়া কিছৠহয় না। à¦à¦Ÿà¦¾ সেই অবসà§à¦¥à¦¾à¦° বিবরà§à¦¤à¦¨ মাতà§à¦°, পরিবরà§à¦¤à¦¨ নয়। কাজেই ঠকালচার বিচিতà§à¦° কিছৠনয়। কিনà§à¦¤à§ আচরণটা à¦à¦¾à¦²à§‹ হবে তো?
কোনো কোনো বà§à¦¯à¦¾à¦‚কে গিয়ে অবসà§à¦¥à¦¾à¦¦à§ƒà¦·à§à¦Ÿà§‡ মনে হয়, নিজের নয়, অনà§à¦¯à§‡à¦° জমানো টাকায় à¦à¦¾à¦— বসাতে যাচà§à¦›à¦¿à¥¤ তখন ঠপà§à¦°à¦¶à§à¦¨ জাগাটা খà§à¦¬à¦‡ সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦•, à¦à¦¾à¦²à§‹ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à§‡ তো পয়সা লাগে না, তাহলে সদাচরণে সমসà§à¦¯à¦¾ কী?
শরিফà§à¦² ইসলাম à¦à§‚à¦à¦‡à§Ÿà¦¾: পà§à¦°à¦¥à¦® আলোর সহকারী বারà§à¦¤à¦¾ সমà§à¦ªà¦¾à¦¦à¦• ও সাহিতà§à¦¯à¦¿à¦•।
shariful.bhuiyan@prothomalo.com
